April 17, 2024, 9:09 am

লক্ষ্মীপুরের মানুষ যেন লক্ষ্মী হয়ে থাকে : প্রধানমন্ত্রী

প্রতিবেদক ,মো: রবিউল ইসলাম খান:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করে বলেন লক্ষ্মীপুরের মানুষ যেন লক্ষ্মী হয়ে থাকে।

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রশাসনসহ বিভিন্ন পেশার লোকজনের সাথে কথা বলেন তিনি।

সেই আলোকে লক্ষ্মীপুরবাসীর খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল কে জেলার কেউ যেন না খেয়ে নাকে এবং কোন মানুষ যেন গৃহহীন না থাকে সেই দিকে লক্ষ্য রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

সভায় শুরুতে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বিশ্বব্যাপি চলমান করোনা ভাইরাস মোকাবেলায় জেলার গৃহিত বিভিন্ন প্রদক্ষেপ গ্রহনের বিষয় ও খাদ্য শস্য বিতরণের বিষয়টি প্রধানমন্ত্রী কে অবহিত করেন।

এখন পর্যন্ত লক্ষ্মীপুর জেলায় কোন করোনা ভাইরাস রোগী সনাক্ত না হওয়ায় সন্তোষ প্রকাশ করে জেলাবাসী যেন ভালো থাকে সেই দিকে লক্ষ্য রাখার জন্য প্রশাসন, পুলিশ,স্বাস্থ্য বিভাগ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ কে আন্তরিক ভাবে কাজ করার আহবান জানান প্রধানমন্ত্রী।

এ ছাড়া বর্তমান সময়ে কেউ যেন ঘর থেকে বের না হয় সেই দিকে কাজ করার জন্য প্রশাসন ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন।
এসময় পুলিশ সুপার ড. এইচ. এম কামরুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান মো: শাহজাহান, জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়ন উপস্থিত ছিলেন।



ফেসবুক পেইজ