April 17, 2024, 9:09 am

দুটি ছাড়া সৌদির সব মসজিদে নামাজ বন্ধ

করোনা মোকাবিলায় সৌদি আরবে দুটি ছাড়া সব মসজিদে নামাজ স্থগিত করেছে দেশটি। তবে ইসলামের সবচেয়ে পবিত্র স্থান মক্কার মসজিদুল হারার এবং মদনার মসজিদে নববীতে নামাজসহ সকল ইবাদত বন্দেগী চলবে।সংযুক্ত আরব আমিরাতে সংবাদ মাধ্যম খালিজ টাইমের খবরে এ তথ্য জানানো হয়েছে।দেশটির রাজ দরবারের সর্বোচ্চ ধর্মীয় কাউন্সিলের সিদ্ধান্তে এমন নির্দেশনা দেয়া হয়েছে।সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের মসজিদগুলোতে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য কোন মুসল্লিকে যেতে দেবে না। এছাড়া জুমার নামাজের জন্যও কেউ মসজিদে যেতে পারবে না।মঙ্গলবার রাত পর্যন্ত সৌদি আরবে ১৩৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন কেউ আক্রান্তের খবর পাওয়া যায়নি দেশটিতে। এখন পর্যন্ত কেউ মারাও যাননি। আক্রান্তদের মধ্যে ৬ জন সুস্থ হয়ে ফিরেছেন। অর্থাৎ, এই মুহূর্তে অ্যাকটিভ কেস ১২৭ জন।



ফেসবুক পেইজ