April 24, 2024, 4:33 pm

করোনার ভয়াবহতা এখনো বুঝতে পারছেনা লক্ষ্মীপুরের মানুষ

মহামারী করোনাভাইরাস খুবই দ্রুততার সাথে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে ।আর এতে সারা বিশ্ব প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছে।করোনাভাইরাস পৃথিবীর জন্য ক্রমশই যেন জমদূতে পরিণত হচ্ছে। আস্তে আস্তে পুরো পৃথিবীকেই গ্রাস করে নিচ্ছে। পুরো পৃথিবীই আজ অসুস্থ। করোনা যে কত ভয়ানকতা এখনো বুঝে উঠতে পারছে না বাংলাদেশের মানুষ।বাংলাদেশে বেশিরভাগ মানুষ এখনো অবাধে চলাফেরা করছে কোনো সুরক্ষা সরঞ্জাম ছাড়াই। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা প্রায় ২৫শত পার হয়ে গেছে।সাধারন মানুষ বেশিরভাগই এখনো সচেতন নয়।

লক্ষ্মীপুরেও ইতোমধ্যে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তারপরও মানুষ সচেতন হচ্ছে না। অবাধে চলাফেলা করছে। জনসমাগম এড়িয়ে চলছে না। এর ভয়াবহতা কেনো যে প্রিয় মাতৃভূমি লক্ষ্মীপুরের মানুষ বুঝতে চায় না, বুঝেও না। তা বোধগম্য নয়।

এখনো সেই হিসাব কষে যাচ্ছে যে বাংলাদেশের তাপমাত্রায় করোনা কিছুই করতে পারবে না। আপনাদের এ ধারনা একেবারেই ভুল হতে পারে..!কারণ, ফ্রান্সের গবেষকদের মতে  তাপমাত্রা ৯০ ডিগ্রী সেলসিয়াস এর উপরে গেলে করোনাভাইরাস ১৫ মিনিটের মধ্যেই মারা যায়,আর এটি অনেক বেশি যা কখনোই সহনীয় নয়।তাই তাপমাত্রার যুক্তি করোনাভাইরাসের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না।

নিজের অভিজ্ঞতা থেকেই বলি, করোনার শুরুতেই চাইনিজদের গালি দিত ইতালির এক শ্রেণির মানুষ। আর আজ তারাই ঘরবন্দী। আপনাদের জন্য স্বাস্থ্যকর্মী, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিকরা জীবনের ঝূঁকি নিয়ে কাজ করছে। তাই নিজে সতর্ক হোন, অন্যকে সতর্ক করুন। ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহর ইচ্ছায় সবাই ভালো থাকবেন। ভালো থাকবে আমার প্রিয় বাংলাদেশ, ভালো থাকবে প্রিয় জন্মভূমি লক্ষ্মীপুরের মানুষ।



ফেসবুক পেইজ