March 28, 2024, 3:59 am
ব্রেকিং :

তুমি এলে বলেই বাঙালি পেলো পথ

মাহমুদ লতিফ

মাটির সেরা সন্তান

চলো মোরা সবে গাই গান

জানাতে পিতারে সম্মান

জাতির পিতা বঙ্গবন্ধু

শেখ মুজিবুর রহমান।

শরণে যে বারবার জাগে

শত বছর সেই আগে

টুঙ্গিপাড়ায় জন্মেছিল

মাটির সেরা সন্তান।

শত শত বছর ধরে

ছিলাম বন্দি নিজ ঘরে

স্বাধীন করেছেন আমাদের

বীর নেতা সুমহান।

তিনি মোদের করেছেন দান

তাঁর মৃতুঞ্জয়ী মহাপ্রাণ

বাঁচি আজ বাঙালি হয়ে

নিয়ে আপন সম্মান।

ভেবে দেখোনা এক দণ্ড

পেয়েছি স্বাধীন ভূখণ্ড

তাঁর রক্তে পূত হয়েছে

মোদের এই জন্মস্থান।

রানাকুমার সিংহ

খোকার ছড়া

যে ছেলেটার রক্তকণায় ছিলো প্রবল দ্রোহ

সেই ছেলেটার নিজের জন্য ছিলোনাতো মোহ

অধিকারের জন্য সে ঠিক

জাগতো দেখে সকল বেঠিক

ছোট্ট যখন তখনও সে ভাঙত ভয়ের ব্যুহ!

বাংলা ভাষার দাবির জন্য জেল খেটেছে খোকা

দেশ ছিলো তাঁর হৃদয়জুডে যেন ফুলের থোকা

কতশত আন্দোলনে

খোকা ছিলো অগ্নি মনে

টুঙ্গিপাড়ার খোকার গতি যায় কিরে আর রোখা!

ছয়দফা আর আগরতলা মামলা ইতিহাসে

বললে কথা স্বাধীনতার সূত্রগুলো আসে

আরও আছে মার্চেরই সাত

স্বপ্ন দেখে নয়া প্রভাত

ছাব্বিশে মার্চে ডাকটি খোকার ইথারজুড়ে ভাসে।

একাত্তরের যুদ্ধে বিজয় পাক হানাদার ভাগে

পূব আকাশে স্বাধীনতার সূর্য নতুন জাগে

শেখ মুজিবুর খোকাটি সেই

বঙ্গবন্ধু এই হৃদয়েই

গেঁথে আছে পরম ভালোবাসা-অনুরাগে!

শাহ্জাহান সিরাজ

মুজিব মানে

মুজিব মানে খোকা নামের

টুঙ্গিপাড়ার ছেলে

নিজের জিনিস বিলিয়ে দিত

গরিব দুখী পেলে।

মুজিব মানে বটবৃক্ষ

মাথার উপর ছায়া

হৃদয় ভরা অসীম সাহস

দুচোখ ভরা মায়া।

মুজিব মানে বঙ্গবন্ধু

জাতির পিতা তিনি

বীর বাঙালি চিরদিনই

পিতার কাছে ঋণী।

আবদুল হামিদ মাহবুব

এইদিনে এসেছিলে

জন্মেছো এইদিনে, জানে না, কে না?

তুমি হলে সেইজন সকলের চেনা।

অজ গ্রাম টুঙ্গিপাড়া, সায়েরার কোলে

এইদিনে এসেছিলে, পথটাকি ভুলে?

তারা পেয়ে তোমাকে, এতো খুশি হলো!

সেই খুশি বুঝেছিলে? আমাদের বলো।

তুমি এলে বলেইতো বাঙালি পেলো পথ

তোমারই নির্দেশে স্বাধীনতার নিলো শপথ।

তোমাকে হিংসা হয়, বঙ্গবন্ধু, প্রিয় নেতা

হয় নাই কথা কোনো; মনে আছে এ ব্যথা।

তোমার রয়েছে কর্ম তুমি বিশ্বলোকে

চিরদিন থেকে যাবে মানুষের বুকে।

সাকিব জামাল

মুজিববর্ষে পণ

বাংলার স্বাধীনতা

লালসবুজ পতাকা

এনে দিলেন যিনি

তাঁকে স্মরণে

হৃদয়ে বরণে

  আমরা চিরঋণী।

মুজিববর্ষে আমরা সবাই তাই করেছি পণ

তাঁর আদর্শ করবো পালন

সারাটি জীবন।



ফেসবুক পেইজ