April 25, 2024, 6:24 am

লক্ষ্মীপুর কমলনগরের তিনটি ইউনিয়নকে রেডজোন ঘোষনা লকডাউন চলছে

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় আজ ভোর সাড়ে ৬টা থেকে লকডাউন শুরু হয়েছে। কমলনগর উপজেলার ৯টি ইউনিয়নকে লাল,হলুদ ও সবুজ জোন হিসেবে তিনটি ভাগে বিভক্ত করে এর মধ্যে হাজিরহাট,তোরাবগঞ্জ ও চরকালকিনিকে লালজোন হিসেবে ঘোষনা করা হয়েছে।

এছাড়া জেলার সবচেয়ে বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র মতিরহাট মাছ ঘাটও এর আওতায় রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোবারক হোসেন।

অপরদিকে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মোমেন জানিয়েছেন রামগতি উপজেলা আজ থেকে লকডাউনের কথা থাকলেও সাধারণ মানুষের দাবীর প্রেক্ষিতে কেনাকাটাসহ বিভিন্ন কাজ সম্পূর্ণ করার জন্য একদিন পিছানোর দাবী জানানো হয়। এর পেক্ষিতে মঙ্গলবার ভোর থেকে লকডাউন কার্যকর করার সিদান্ত নেয়া হয়।

সিভিল সার্জন ডা.আব্দুল গফ্ফার জানান,গত কয়েকদিন থেকে ঘাতক ব্যাধি কোভিড-১৯ এর সংক্রমন আশংকাজনক হারে বেড়ে ২৪ ঘন্টায় নতুন করে কোভিড-১৯ শনাক্ত হয়েছে আরো ২২জনের শরীরে। এ নিয়ে জেলায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৪৩৯জনে পৌঁছালো।

এ পর্যন্ত মোট মারা গেছে ৮ জন। এর মধ্যে রামগঞ্জে ৩, সদর ২ এবং কমলনগর, রায়পুর ও রামগতিতে ১জন করে মারা গেছে। কোভিড-১৯ আক্রান্ত হয়েছে সদর ২০৮, রামগঞ্জ ৮০, কমলনগর ৬৬, রায়পুর ৫৩ এবং রামগতি উপজেলায় ৩২জন।

এছাড়া জেলার অন্য চারটি উপজেলার সাথে দ্বিতীয় বারের মতো আক্রান্ত ইউনিয়ন ও পৌর শহরের ওয়ার্ডে লকডাউপন যথারীতি কার্যকর হবে।

মানুষের দাবীর প্রেক্ষিতে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিতেত্ব স্থানীয় ও জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।



ফেসবুক পেইজ