April 17, 2024, 4:09 pm

লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন করোনাভাইরাসে আক্রান্ত

আমাদের লক্ষ্মীপুর ডেস্ক :

লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা: মো: আব্দুল গফ্ফার চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ (২২ জুন) সোমবার সকালে তিনি জ্বর, সর্দি, বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকার আনোয়ার খাঁন মডার্ণ হাসপাতালে ভর্তি হন। সন্ধ্যার দিকে ওই হাসপাতালে সিটিস্ক্যান করলে তাঁর শরীরে ক্লিনিক্যালি কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে।

বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: আনোয়ার হোসেন।
তিনি জানান, সিভিল সার্জন আবদুল গফফার গত তিনদিন অসুস্থ ছিলেন৷ তাকে ঢাকার আনোয়ার খাঁন মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডাক্তারি পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে। ওই হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলায় এ পর্যন্ত ৪ হাজার ৯১২ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে চিকিৎসক, সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ ৬০৮ জনের করোনা পজিটিভ এসেছে। এ পর্যন্ত ২৭৬ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
আক্রান্তদের মধ্যে ২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া ১১ জন মৃত ব্যক্তির নমুনায় করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ৩১৯ জন হাসপাতাল ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।



ফেসবুক পেইজ