March 22, 2024, 1:03 am
ব্রেকিং :

লক্ষ্মীপুরে বসতবাড়িতে সাড়ে ৭ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

আমাদের লক্ষ্মীপুর :

বঙ্গোপসাগরে জেড়ে উঠা নতুন চরসহ উপকূলীয় এলাকায় বনায়ন প্রকল্প কর্মসূচির আওতায় ২০১৯-২০২০ অর্থ বছরের বরাদ্দ থেকে লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমণী মোহন ইউনিয়নের মেঘনা নদী সংলগ্ন চর মেঘার সহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোট ৩৭৫ পরিবারের বসতবাড়িতে মোট ৭৫০০ বিভিন্ন জাতের গাছের চারা রোপন/বিতরন করা হয়।

সদর উপজেলা নার্সারী ও সোস্যাল ফরেষ্ট নার্সারী ট্রেনিং সেন্টারের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা (নার্সারী) এ এস.এম মহি উদ্দিন চৌধুরী, ও সোস্যাল ফরেষ্ট নার্সারী ট্রেনিং সেন্টার (সদর উপজেলা) ভারপ্রাপ্ত কর্মকর্তা ছন্দন ভৌমিক, শহিদুল ইসলাম প্রমুখ।

এ ব্যাপারে বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা (নার্সারী) এ এস এম মহি উদ্দিন চৌধুরী বলেন, বঙ্গোপসাগরে জেড়ে উঠা নতুন চরসহ উপকূলীয় এলাকায় বনায়ন প্রকল্পের আওতায় সদর (নার্সারী রেঞ্জ)/ সোস্যাল ফরেষ্ট নার্সারী ট্রেনিং সেন্টার (সদর উপজেলা) যৌথ উদ্যোগে চর রমণী মোহন ইউনিয়নে মোট ৩৭৫ পরিবারের বসতবাড়িতে ৭৫০০ ফলজ, বনজসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন/বিতরন করা হয়। এসময় প্রত্যেক পরিবার কে ২০ টি করে গাছের চারা রোপন কর্মসূচি ও বিতরন করা হয়।

এ দিকে লক্ষ্মীপুর বন বিভাগের একটি সূত্র জানায়, এই বনায়নের মাধ্যমে উপকূলীয় অঞ্চল কে দুর্যোগের অভিঘাত থেকে সুরক্ষা দেয়া সম্ভব বলে মনে করছেন তারা। বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় বনায়নের প্রচুর সুযোগ রয়েছে।

যা কার্যকর সবুজ বেষ্টনী তৈরি, জীব বৈচিত্র সুরক্ষা, কর্মসংস্থান সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সহায়তা করতে পারে।



ফেসবুক পেইজ