April 19, 2024, 9:19 pm

মুজিব শতবর্ষ উপলক্ষে রায়পুরে কেরোয়া ইউনিয়ন ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন

লক্ষ্মীপুর প্রতিনিধি:

মুজিববর্ষ উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন ছাত্রলীগ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে।

১৮ জুলাই শনিবার বিকেলে ৫০০টি বিভিন্ন জাতের বনজ ও ফলদ গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়েছে। মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক ও দৈনিক আমাদের লক্ষ্মীপুর পত্রিকার প্রকাশক ও সম্পাদক বায়েজীদ ভূঁইয়া।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক জামাল পাটোয়ারী, রায়পুর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নূর নবী সুজন, কেরোয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক আকবর মৃধ্যা, যুগ্ন আহবায়ক হুমায়ুন কবীর, কামাল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা ওমর, কেরোয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সম্পদ গান্ধীসহ ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ ও কৃষকলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি বায়েজীদ ভূঁইয়া উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে এসময় বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ এবং উদ্দেশ্য বাস্তবায়ন এবং সোনার বাংলা গড়ে তুলতে হলে আমাদেরকে মুজিব আদর্শ বুকে লালন করতে হবে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জন নেত্রী শেখ হাসিনার হাতে হাত রেখে আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবী লীগ,কৃষক লীগ, শ্রমিক লীগসহ সকল সহযোগী সংগঠনকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে, তবেই আমরা বঙ্গবন্ধুর মত একজন আদর্শবান নেতার স্বপ্নে দেখা এই সোনার বাংলা সারা বিশ্বের কাছে তুলে ধরতে পারবো।



ফেসবুক পেইজ