April 25, 2024, 10:18 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য লক্ষ্মীপুরে জেলেদের মাঝে গরু বিতরণ

রায়পুরে ভোক্তা অধিকার সংরক্ষনে মোবাইলকোর্ট পরিচালনা, ২ মামলায় ৮ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে ভোক্তা অধিকার সংরক্ষনে মোবাইল কোর্টের মাধ্যমে ২ ব্যাবসা প্রতিষ্ঠান কে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার ২.৩০ ঘটিকায় রায়পুর উপজেলা রাখালিয়া বাজারে অবস্থিত সৌদিয়া ব্যাকারী এবং মুনলাইট চায়নিজ রেস্টুরেন্টে অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী।

অভিযান পরিচালনা কালিন সময়ে উল্লেখিত ২ জায়গায় পণ্য উৎপাদনের তারিখ ও মেয়াদোর্ত্তীণ তারিখ বিহীন মোড়ক ব্যাবহার,ঢাকনা বিহীন খাদ্য সংরক্ষণ ও নোংরা পরিবেশে খাদ্য পরিবেশনের প্রমান পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক উল্লেখিত ২ প্রতিষ্ঠানকে ২টি মামলায় মোট ৮০০০/- টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট আখতার জাহান সাথী জানান, ভোক্তা অধিকার সংরক্ষনে ও জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।



ফেসবুক পেইজ