March 23, 2024, 6:59 pm
ব্রেকিং :

শেখ কামালকে হত্যার মধ্য দিয়ে দেশ একজন ক্রীড়া সংগঠককে হারিয়েছে: সাবেক বিমান মন্ত্রী 

একেএম শাহজাহান কামাল

শহীদ শেখ কামাল বাংলাদেশের এক অনন্য ক্রীড়া সংগঠক। তিনি আবাহনী ক্লাব প্রতিষ্ঠা করে বাংলাদেশে আধুনিক ফুটবলের প্রবর্তন করেছিলেন। সংস্কৃতিমনা এই মানুষটি সেতার বাজাতেন, গান গাইতেন, ক্রিকেট খেলতেন। শেখ কামালকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশ প্রকৃতপক্ষে একজন ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ, সংস্কৃতিমনা প্রচণ্ড সম্ভাবনাময় মানুষকে হারিয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং লক্ষ্মীপুর-৩ আসনের সাংসদ একেএম শাহজাহান কামাল।

রবিবার বঙ্গবন্ধুর ২য় সন্তান শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১ম পুত্র শহীদ শেখ কামালের জন্মদিন জাতির জন্য যেমন আনন্দের, তেমনি বেদনারও। ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার বিরুদ্ধে যে অপরাধ সংঘঠিত হয়েছিলো, তখন বঙ্গবন্ধুর সহপরিবারে সঙ্গে শেখ কামালও শহীদ হন। এ জঘন্য হত্যাকান্ড দেশে বন্ধ করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহবান জানিয়ে তার বিদেহী আত্মার শান্তি কামনা ও মাগফিরাত কামনা করেন।



ফেসবুক পেইজ