April 25, 2024, 5:19 am

প্রমত্তা মেঘনার উত্তাল জলরাশিতে লক্ষ্মীপুরের রায়পুরে ১২ গ্রাম প্লাবিত

নিজস্ব প্রতিনিধি :

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের কারণে উপকূলীয় এলাকা লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় প্রমত্তা মেঘনার উত্তাল জলরাশিতে প্রায় ১২টি গ্রাম পানিতে ভাসছে। স্বাভাবিক জোয়ারের চাইতে ৫/৬ ফুট উচ্চতায় পানি ফুঁসে উঠে মেঘনা তীরবর্তী এলাকা গুলোতো অস্বাভাবিক জোয়ার সৃষ্টি হওয়ায় এখানে বন্যা প্লাবিত হয়ে পানির নিছে ডুবে গেছে আউশের আবাদসহ ঘর-বাড়ি,গবাধি পশু পাখি,হাঁস মুরগীর খামার,স্কুল- মাদ্রাসা, দোকানপাট সহ মাছের ঘের ও রাস্তা-ঘাট গুলো।

স্থানীয়রা জানান, বুধবার দুপুর থেকে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। উত্তাল মেঘনার জোয়ারের পানিতে আউশ ধানের মাঠ, আমনের বীজতলা ও রোপা আমন ক্ষেত সবই পানির নিচে তলিয়ে গেছে।

অনেকের পুকুরের মাছ, গবাদি পশু ও বাসস্থান ভেসে যায়। জোয়ারে প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিন চৌধুরী। প্লাবিত এলাকা গুলোর মধ্যে রয়েছে,হায়দরগঞ্জ,চর আবাবিল,৮নং দক্ষিন চরবংশী,টুনির চরসহ উপজেলার নিন্মাঞ্চল গুলো।

অপরদিকে জোয়ারের পানি আটকে থাকার কারণে বেড়িবাঁধের বাহিরের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। গত ৩ দিনের মেঘনা নদীতে স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৫ ফুট পানি বৃদ্ধি পাওয়ায় উপকূলীয় ৪টি ইউনিয়নের প্রায় ৫০ হাজার পরিবার পানিবন্ধী হয়ে পড়েছে।



ফেসবুক পেইজ