প্রতিনিধি: আগামী কাল ২৫ আগষ্ঠ (মঙ্গলবার) থেকে ৪ দিন ব্যাপি দক্ষতা উন্নয়ন: বাংলাদেশের গণমাধ্যম বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রনালয় ও মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্ট ফর ইন্টারন্যাশনাল সেন্টার (আইসিএমপিডি) এর যৌথ ভাবে এই কর্মশালা আয়োজন করে।

উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী ইমরান আহমদ, বিশেষ অতিথি হিসেবে মন্ত্রনালয়ের সচিব ড. আহমেদ মনিরুস সালেহীন, আইসিএমপিডি কান্ট্রি কো অডিনের্টর ইকরাম হোসাইন, কাউন্সিলর (এমআরসি) এ এম রিফাত শাহরিয়ারসহ অন্যান্য প্রশিক্ষকবৃন্দ উপস্থিত থাকবেন।

দেশে বর্তমান চলমান করোনা ভাইরাস সংক্রমণের কারনে ভার্চ্যুয়াল প্রদ্ধতিতে ঢাকাসহ সারাদেশে ১২টি জেলা থেকে মোট ২০ জন সাংবাদিক এই প্রশিক্ষণে অংশ নিবে। লক্ষ্মীপুর জেলা থেকে ডেইলি অবজারভার পত্রিকার জেলা প্রতিনিধি মো: রবিউল ইসলাম খান কে এই কর্মশালায় অংশ গ্রহনের জন্য চূড়ান্ত করেছে সংশ্লিষ্ট আয়োজকরা। (২৫-২৭-৩১ আগষ্ঠ এবং ০২ সেপ্টেম্বর) মোট ৪ দিন এই কর্মশালা অনুষ্ঠিত হবে।

কর্মশালা শেষে প্রশিক্ষণে অংশগ্রহনকারী সাংবাদিকদের সনদপত্র প্রদান করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *