April 16, 2024, 12:38 pm

লক্ষ্মীপুরে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের মাঝে অনুদানের চেক বিতরণ

ক্যান্সার, লিভার, জন্মগত হৃদরোগ, থ্যালাসোমিয়াসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের সহায়তার এবং নিবন্ধিত সেচ্ছাসেবী সংস্থা সমূহের মাঝে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের অনুদানের চেক বিতরণ ১৬ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

জেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম পাটওয়ারী সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক

সার্বিক মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: ইকবাল মাহমুদ, মুহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের মাঝে এবং বিভিন্ন সেচ্ছাসেবী সংস্থার মাঝে অনুদানের চেক বিতরণ করেন।

জেলা সমাজ সেবা অধিদপ্তর জানায়, বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ১৭৩ জনের মাঝে ৫০ হাজার টাকা করে ৮৬ লাখ ৫০ হাজার এবং ৫৭ টি সেচ্ছাসেবী সংস্থার মাঝে ১৪ লাখ ৮০ হাজার টাকা চেক বিতরন করা হয়।



ফেসবুক পেইজ