April 19, 2024, 10:41 pm

রায়পুর কেরোয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

রায়পুর উপজেলা ৬নং কেরোয়া ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৪টার সময় কেরোয়া ইউনিয়ন পরিষদ কার্য্যালয়ে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোখলেছ মৃধার সভাপতিত্তে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামছুল ইসলাম সামু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং রায়পুর পৌরসভার মেয়র ইসমাইল হোসেন খোকন, এছাড়া আরও উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া, বাকিন ভূঁইয়া, উপ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বায়েজীদ ভূঁইয়া, শাহিনুর বেগম রেখা, শিপন মোল্লা প্রমুখ।

উল্লেখ্য, আজকের বর্ধিত সভায় ৬নং কেরোয়া ইউনিয়ন পরিষদের আসন্ন উপ নির্বাচনকে ঘিরে দলীয় প্রার্থী নির্ধারন পূর্বক বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত নেতা কর্মীরা আলোচনা করেন। এসময় আগামী উপ নির্বাচনকে ঘিরে কেরোয়া ইউনিয়ন থেকে আওয়ামীলীগের ৭জন প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা পোষণ করেন উক্ত বর্ধিত সভায়, তাদের ৭জন হচ্ছেন যথাক্রমে বর্তমান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী সামছুল ইসলাম শামু, লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক বায়েজীদ ভূঁইয়া, কেরোয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম শাহাজাহান কামালের সহধর্মীনি শাহিনুর বেগম রেখা,মেম্বার আরিফ,শিপন মোল্লা,ফিরোজ আলম এবং বাবুল পাটাওয়ারী।

অপরদিকে বর্ধিত সভা চলাকালীনই প্রয়াত শাহজাহান কামালের স্ত্রী শাহিনুর বেগম কে সমর্থন জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার করে নেন, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামছুল ইসলাম শামু,মেম্বার আরিফ এবং ফিরোজ আলম। জানাযায়, আগামী উপ নির্বাচনের জন্য দলীয় ভাবে গ্রহনযোগ্য ৩জনের নাম কেন্দ্রীয় কার্য্যালয়ে প্রেরণ করা হবে। এদিকে বর্ধিত সভায় ৬নং কেরোয়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রায় কয়েক শতাধিক নেতা কর্মীসহ বিশাল মটরসাইকেল বহর নিয়ে উপস্থিত হন উপ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বায়েজীদ ভূঁইয়া।



ফেসবুক পেইজ