April 20, 2024, 1:13 am

লক্ষ্মীপুরে বিশ্ব হাত ধোয়া দিবসে আলোচনা সভা

“উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি” এই স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২০ উদযাপন হয়েছে।

সাধারণ মানুষকে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে এ দিবসটি পালিত হয়ে থাকে। দিবসটি বিশ্বব্যাপী জনসচেতনতা তৈরি ও উদ্বুদ্ধকরণের জন্য চালানো একটি প্রচারণামূলক দিবস।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০ টায় জেলা প্রশাসন ও জন-স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে স্বাস্থ্য বিধি মেনে দিবসটি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় জেলা পরিষদ প্রাঙ্গনে হাত ধোয়া পর্ব অনুষ্ঠিত হয়।
লক্ষ্মীপুর কালেক্টরেট ড্রিল সেডে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: শাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: রফিকুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা: আশফাকুর রহমান মামুন, ডা: নাহিদ রায়হান প্রমুখ।
এসময় জনস্বাস্থ্য প্রকৌশলসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।



ফেসবুক পেইজ