April 22, 2024, 5:40 am

ইভিএমে ভোট দিয়ে খুশি লক্ষ্মীপুরের ভোটাররা

উৎসবমুখর পরিবেশে ইভিএম পদ্ধতিতে লক্ষ্মীপুরের ১ ইউপি’র একটি ওয়ার্ডে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কেন্দ্রটিতে নারী-পুরুষ ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল। ভোট শুরুর আগেই দীর্ঘলাইনে অপেক্ষা করতে দেখা যায় তাদের। কেন্দ্রে প্রবেশে তাদের সহযোগিতা করতে গেছে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। তবে ভোটাদের বাড়তি আনন্দ দিয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতি।
২০ অক্টোবর মঙ্গলবার লক্ষ্মীপুর সদর উপজেলার ভবাণীগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য পদে প্রথমবারের মত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এ ভোট গ্রহণ।

এ কেন্দ্রে ভোটাররা বলছেন, এবার ইভিএমের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হয়েছে। তাই জাল ভোট হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। ইভিএম মেশিনে বাটন চাপার সঙ্গে সঙ্গে ভোটারদের ছবি স্ক্রিনে চলে এসেছে। তবে লাইনে নারী ভোটারদের উপস্থিতি বেশি ছিল।

ভোট প্রয়োগ শেষে ড্যানি চৌধুরী শাকিক বলেন, ইভিএম পদ্ধতি খুবই সহজ। কম সময়ে ভোট দেওয়া যায়। সবচেয়ে বড় কথা এ পদ্ধতিতে জাল ভোট দেওয়ার সম্ভাবনা নেই। আমার ভোট দেওয়ার সময় আমার ছবি স্ক্রিনে দেখা গেছে। এ থেকে আমি বলতে পারি, আমার ভোটটি সঠিক হয়েছে।
তাফাজ্জল হোসেন নামে এক ভোটার বলেন, মাত্র আধা মিনিটে আমার ভোট শেষ হয়েছে, এটা খুব ভালো। ভোটের পরিবেশে ভালো রয়েছে। অন্যরা সুন্দরভাবে ভোট দিতে পারছেন, ভালো লাগছে সুষ্ঠু পরিবেশ দেখে। তাদের মতো অন্যরাও খুশি ইভিএম পদ্ধতিতে ভোট দিতে পেরে।

উপজেলা যুব উন্নয়ন অফিসার ও ভবানীগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডেও দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মোঃ আনিছুজ্জামান বলেন, লক্ষ্মীপুরে প্রথমবারের মত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ কেন্দ্রে মোট ভোটার ছিল ২৫৭৫ জন। এতে মোঃ জসিম উদ্দিন সর্বোচ্চ ভোট পেয়ে বেসরকারি ভাবে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।



ফেসবুক পেইজ