April 19, 2024, 12:17 pm

নারী ও শিশু নির্যাতন বায়পুরের জন্য অভিশাপ হয়ে দাড়িয়েছে: ইউএনও সাবরীন চৌধুরী

একটি দেশের আর্ত সামাজিক উন্নয়নে নারীর অংশগ্রহন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। আর একটি দেশের উন্নয়নে নারীর ভূমিকা সবচেয়ে বেশী। নারী ও শিশু নির্যাতন বায়পুরের জন্য একটি অভিশাপ হয়ে দাড়িয়েছে। এর থেকে উত্তোরনের জন্য প্রয়োজন অভিবাবকদের সচেতনতা। আর এই কাজটি সবচেয়ে বেশি করতে পারে বেসরকারী উন্নয়ন সংস্থা।

বৃহস্পতিবার দুপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা জেন্ডার এন্ড এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সোসাইটি (জেমস) এর আয়োজনে ভিজিডি কর্মসূচির নিয়মিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী এসব কথা বলেন। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় ১০নং রায়পুর ইউপি কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এর আগে নারী ও শিশু নির্যাতন বিষয়ক উঠান বৈঠকের আয়োজন করা হয়।

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিউলী আক্তার, ১০ নং রায়পুর ইউপি চেয়ারম্যান শফিউল আজম সুমন।

এসময় উপস্থিত ছিলেন জেমস সংস্থার সমন্বয়কারী রাশেদুল আমিন সহ ইউপি সদস্য, গন্যমান্য ব্যাক্তিবর্গ ও ভিজিডি কার্ডধারী উপকারভোগী মহিলাগণ।



ফেসবুক পেইজ