May 14, 2024, 12:57 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে দোকান বিক্রির লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল ভাই-বোনের লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

মোংলা ইপিজেডে সুতার কারখানায় আগুন

মোংলা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) একটি সুতার কারখানায় আগুন লেগেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের একাধিক টিম কাজ করছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কারখানার অগ্নিকাণ্ড নিন্ত্রয়ণে রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৬ টার দিকে ওই ফ্যাক্টরীতে তুলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে।

মোংলা ইপিজেডের জেনারেল ম্যানেজার মো. মাহাবুব আহমেদ ছিদ্দিক জানান, ভোরে ইপিজেডের গুয়াংজু হুয়াস্যাং সাইন্স অ্যান্ড টেকনোলজি ফ্যাক্টরির গোডাউনে আগুন লাগে। গোডাউনে থাকা তুলায় আগুন ধরে তা জ্বলতে থাকে। তাৎক্ষণিকভাবে ইপিজেড, মোংলা বন্দর কর্তৃপক্ষ, নৌবাহিনী এবং ফায়ার সার্ভিসের দল এসে আগুন নেভাতে শুরু করে। আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এই মুহূর্তে কিছু জানানো সম্ভব নয় বলে তিনি জানান।

তিনি আরও বলেন, যে গোডাউনে আগুন লেগেছে সেটিতে সুতা তৈরির তুলা রয়েছে। সে কারণে আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। অগ্নিকাণ্ডে ওই কারখানার লোকজনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।



ফেসবুক পেইজ