April 30, 2024, 3:16 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ

তীব্র তাপদাহে লক্ষ্মীপুরে রিকশাচালক, পথচারী ও বাসযাত্রীদের মধ্যে খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছেন যুবলীগের নেতাকর্মীরা।বুধবার (২৪ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের উত্তর তেমুহনী ও ইলিশ চত্বরে সাধারণ মানুষের মাঝে বোতলজাত পানি ও স্যালাইন বিতরণ করা হয়। জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. বায়েজীদ ভূঁইয়া এ আয়োজন করেন। এই কার্যক্রম চলমান রাখবে বলেও জানানো হয়। এই আয়োজনে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা দিপু মাহমুদসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।সুপেয় পানিতে তৃষ্ণা মেটানো কয়েকজন বলেন, এই তীব্র গরমের মধ্যে পানি এবং স্যালাইন বিতরণ অত্যন্ত প্রশংসনীয় একটি কাজ। এই কাজ চলমান থাকলে আরও ভালো হবে। যাদের সামর্থ্য আছে তাদের সবাইকে এগিয়ে আসা উচিত।

বায়েজীদ ভূঁইয়া বলেন, তীব্র দাবদাহের কারণে হিটস্ট্রোক করে মানুষ মারা যাচ্ছে। এজন্য আমরা মানুষের মধ্যে পানি বিতরণ করছি। আমরা চাই মানুষের ভেতরে পানি খাওয়ার অভ্যাস গড়ে উঠুক। যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে আমরা সবার মধ্যে সুপেয় পানি, খাবার স্যালাইন ও জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করছি।



ফেসবুক পেইজ