April 26, 2024, 8:27 pm
ব্রেকিং :
ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য

লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুরনবী চৌধুরী প্রার্থী হওয়ার আলোচনা চলছে। ইতিমধ্যে তিনি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন। নুরনবী চৌধুরী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি। তিনি সদর উপজেলা দালাল বাজার ইউনিয়ন পরিষদের সাবেক ৩ বারের চেয়ারম্যান ছিলেন। নুরনবী জেলা শহরের মধ্য বাঞ্চানগর এলাকার বাসিন্দা। দালাল বাজার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে তাঁর গ্রামের বাড়ি। খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৭২ সালে নুরনবী বৃহত্তর নোয়াখালীর অধীনস্থ তৎকালীন লক্ষ্মীপুর থানা ছাত্রলীগের সভাপতি ছিলেন। ১৯৭৪ সালে তিনি লক্ষ্মীপুর থানা যুবলীগের সাংগঠনিক ও পরবর্তীতে সাধারণ সম্পাদক মনোনীত হন। ২০০৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত দুই মেয়াদে তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর ৪ ছেলেও আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। এরমধ্যে বড় ছেলে এডভোকেট আরিফুন নবী চৌধুরী রাসেল জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, মেঝো ছেলে শরীফুন নবী চৌধুরী সাবেক সদস্য, সেজো ছেলে চৌধুরী মাহমুদুন্নবী সোহেল সাবেক সভাপতি ও ছোট ছেলে কামরুন নবী চৌধুরী সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিগতদিনে তারা দায়িত্বপ্রাপ্ত সংগঠনের পাশাপাশি জাতীয় ও স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে কাজ করেছেন। লক্ষ্মীপুর-২ আসনে নৌকার প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়নের জন্য ভোটারদের ঘরে ঘরে গিয়ে প্রচারণা চালিয়েছেন। এ ব্যাপারে নুরনবী চৌধুরী বলেন, প্রায় ৫২ বছর ধরে আমি রাজনীতির সঙ্গে জড়িত। দল ও মানুষের কল্যানে সবসময় কাজ করেছি। ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালনকালেও জনগণের স্বার্থকে বড় করে দেখেছি। তৃণমূলের নেতাকর্মীদের সমর্থনে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই। প্রসঙ্গত, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সদরে আরো ৩-৪ জন প্রার্থী হওয়ার আলোচনা চলছে। যদিও এখনো নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি।



ফেসবুক পেইজ