April 29, 2024, 9:14 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান

প্রতিনিধি: সুদমুক্ত ঋণ কার্যক্রমের অধীন প্রকল্প গ্রামের কর্মদলের সদস্যদের উন্নয়নে পোল্টি ভ্যাকসিন প্রদান বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ ০৩ এপ্রিল (বৃহস্পতিবার) লক্ষ্মীপুর শহরের ২ নং ওয়ার্ড বাঞ্চানগর মুকবুল আহমদ মিয়ার বাড়িতে অনুষ্ঠিত হয়।শহর সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে প্রশিক্ষণ শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক নুরুল ইসলাম পাটওয়ারী। এ সময় শহর সমাজ সেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধর, জেলা প্রাণীসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্টেন্ট সৌরভ দাশ উপস্থিত ছিলেন।শহর সমাজ সেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধর জানান, ৩০ জন সুফলভোগী মহিলা সদস্য প্রশিক্ষণ শেষে তাদের মাধ্যমে ওই এলাকার প্রায় ৪ শতাধিক হাঁস ও মুরগীর বাচ্ছাদের ভ্যাকসিন প্রদান করা হয়।
এ ছাড়া প্রশিক্ষনার্থীদের মাঝে ভ্যাকসিন প্রদান করার জন্য শহর সমাজ সেবা পক্ষ থেকে বিভিন্ন ধরনের উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়।



ফেসবুক পেইজ