April 26, 2024, 6:11 pm
ব্রেকিং :
ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য

লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিনিধি: আগামী ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ২ মাস লক্ষ্মীপুরের মেঘনা নদীতে জাটকা ইলিশসহ সব ধরনের মাছ নিষিদ্ধ এ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা ২৭ ফেব্রুয়ারী (মঙ্গলবার) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলক কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক সুরাইয়া জাহান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পিয়াংকা দত্ত, জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার জামান,রামগতি উপজেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়ালসহ বিভিন্ন মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ,কোষ্টগার্ড,নৌপুলিশসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসক সুরাইয়া জাহান মার্চ এপ্রিল ২ মাস নদীতে যে কোন ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ অভিযান চালানোর নির্দেশ দেন।
পাশাপাশি বরফকল সমূহের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন সহ সব ধরনের ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।



ফেসবুক পেইজ