May 18, 2024, 1:00 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে দোকান বিক্রির লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল ভাই-বোনের লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

রায়পুরে বিপুল পরিমান কারেন্ট জাল ও জাটকা জব্দ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে কোষ্টগার্ডের অভিযানে বিপুল পরিমান কারেন্টজাল ও জাটকা মাছ জব্দ করা হয়েছে।
আজ সোমবার সকালে রায়পুরের মেঘনা নদী হতে জাটকা আহরন করে আলতাব মাষ্টারের মাছ ঘাট,সাজু মোল্লার ঘাট এবং পুরানবেড়ী ঘাট সমুহে বাজারজাত করা হবে মর্মে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোষ্ট গার্ড । এসময় অভিযান কালে উল্লেখিত জায়গা গুলোতে জেলেরা কোষ্টগার্ডের উপস্থিতি টের পেয়ে তাদের মাছ ধরার নৌকা গুলো পাড়ে ভিড়িয়ে দ্রুত পালিয়ে যায়। পরে কোষ্টগার্ড সদস্যরা ৫টি কাঠের নৌকা তল্লাশি করে আনুমানিক একলক্ষ ষাট হাজার মিটার কারেন্ট জাল ও প্রায় একটন জাটকা মাছ জব্দ করে। জব্দকৃত জাল গুলো উপজেলা মৎস কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ গুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন কোষ্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ এম আব্দুুর রউফ।



ফেসবুক পেইজ