May 18, 2024, 10:58 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে দোকান বিক্রির লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল ভাই-বোনের লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে কৃষি জমির মাটি কেটে ভাটায় ব্যবহার ৩ টি ট্রাক্টর আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি: কৃষি জমির মাটি কেটে ট্রাক্টর/ভারী যানবাহন ব্যবহার করে গ্রামীণ রাস্তা বিনষ্ট করার ঘটনায় লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৩টি ট্রাক্টর কে বুধবার (১৪ এপ্রিল) দুপুরে আটক করে।

পরে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদ এই অভিযানে নেতৃত্ব দেন।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদ জানান, কৃষি জমির মাটি কেটে ভাটায় ব্যবহার ও ট্রাক্টর দিয়ে গ্রামীণ রাস্তা ক্ষতি সাধন করার ঘটনায় ৩ টি ট্রাক্টর কে আটক করা হয়।

পরে ইট প্রস্তত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ৫ ও ১৫ ধারায় অনুযায়ী ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ধরনে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।



ফেসবুক পেইজ