May 16, 2024, 9:53 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে দোকান বিক্রির লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল ভাই-বোনের লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে শীঘ্রই সড়ক প্রশস্তকরণ কাজ শুরু হবে: এমপি শাহজাহান কামাল

সাবেক বিমানমন্ত্রী ও লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য এ.কে.এম শাহজাহান কামাল (এমপি) বলেছেন,লক্ষ্মীপুর শহর সংযোগ সড়ক দুই কিলোমিটার প্রশস্তকরণ প্রকল্পের কাজ খুব শীঘ্রই শুরু হবে বলে মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার (১৭ জুন) বিকেলে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে স্থানীয় গণমাধ্যমকর্মীদেরকে (এমপি) শাহজাহান কামাল এ বিষয় নিশ্চিত করেন। তিনি আরো বলেন, সড়ক প্রসস্তকরণ কাজ করতে গেলে যেসব ব্যবসা-প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হবে। সরকার তাদের তালিকা করে ক্ষতিপূরণ দিবে

 

এর আগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সড়ক প্রসস্তকরণ প্রকল্প এর ভূমি অধিগ্রহণ সংক্রান্ত এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভার প্রধান অতিথি ছিলেন সংসদ শাহজাহান কামাল।

অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সওজ) মোঃ শওকত আলী, নোয়াখালী তত্ত্ববধায়ক প্রকৌশলী সওজ সড়ক (সার্কেল) ও এ প্রকল্পের পরিচালক মোঃ আব্দুর রহিম, লক্ষ্মীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুব্রত দত্ত ও উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মোজাম্মেল হকসহ প্রমুখ।



ফেসবুক পেইজ