May 13, 2024, 9:38 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে দোকান বিক্রির লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল ভাই-বোনের লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে জমিসহ বিনামূল্যে ঘর পাচ্ছে ৫০০ পরিবার

লক্ষ্মীপুর প্রতিনিধি: আশ্রয়নের অধিকার-শেখ হাসিনার উপহার এই স্লোগান নিয়ে লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, কমলনগর ও রামগতি উপজেলায় ১৭৮৬টি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে সদরে ৫০, রায়পুরে ৫০, রামগঞ্জে ৫০ এবং কমলনগর উপজেলায় ৩৫০টি নির্মাণ করে সর্বমোট ৫০০ টি প্রস্তুত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ জুন (রোববার) সকালে ঢাকা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সারাদেশে এক যোগে ভূমিসহ ঘর হস্তান্তর শুভ উদ্বোধন ঘোষণা করবেন।

এর পর জমির দলিলসহ লক্ষ্মীপুর জেলায় ৫ টি উপজেলায় আনুষ্ঠানিক ভাবে ঘরের চাবি ভূমিহীনদের মাঝে হস্তাস্তর করবে প্রশাসন। এ জন্য উপজেলায় পর্যায়ে অনুষ্ঠানের প্রস্ততি গ্রহন করা হয়েছে। জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত থাকবে।

শুক্রবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব তথ্য জানান স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভৃঁইয়া।

এসময় তিনি আরও বলেন প্রকল্পের আওতায় ১ লাখ ৭৫ হাজার পরে বাড়িয়ে ১ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে প্রতিটি বাড়ি নির্মাণ করা হয়েছে।

৪৩৫ বর্গফুটের প্রতিটি ঘরে রয়েছে দুটি বেড রুম, টয়লেট, রান্নাঘর, ও একটি বারান্দা। ঘর ও আশপাশের জমি মিলিয়ে দুই শতক জমি দেওয়া হবে ভূমিও গৃহহীন প্রতিটি পরিবারকে। টিনশেডের এই ঘরে একটি পরিবার সুন্দর ভাবে বসবাস করতে পারবে।



ফেসবুক পেইজ