May 17, 2024, 6:28 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে দোকান বিক্রির লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল ভাই-বোনের লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে বিধিনিষেধ আমান্য করে লকডাউনে গরুর হাট

করোনার সংক্রমণরোধে চলমান কঠোর লকডাউনের বিধিনিষেধ আমান্য করে লক্ষ্মীপুর পৌর গরুর হাট বসানো হয়েছে। সেখানে মানা হচ্ছে না কোনো প্রকার স্বাস্থ্যবিধি। ফলে করোনার সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

রবিবার (৪জুলাই) দিনব্যাপী জেলার অন্যতম বৃহৎ এ হাটে অসংখ্য মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, সকালে বৃষ্টি উপক্ষো করে শত শত গরু-ছাগল উঠেছিল হাটে। এখানে গাদাগাদি করেই ক্রেতা-বিক্রেতার অবস্থান ছিল। অধিকাংশ মানুষের মুখে ছিল না মাস্ক।

বিষয়টি নিয়ে পৌর গরু হাটের ইজাদার আনোয়ার হোসেন শাহী জানান, আমরা পৌরসভা থেকে কোন নির্দেশনা পাই নি এ কারনে গরুর হাট বসিয়েছেন।

এ বিষয়ে জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ জানান, সবাইকে সচেতন করতে আমাদের উদ্যোগ অব্যাহত রয়েছে। কিন্তু গরু বাজার কিভাবে বসেছে বিষয়টি আমি খবর নিচ্ছি।



ফেসবুক পেইজ