May 16, 2024, 9:09 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে দোকান বিক্রির লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল ভাই-বোনের লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর হাসন্দি উচ্চ বিদ্যালয়ে নির্বাচনে রাবেয়া জয়ী

প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার ১নং উত্তর হামছাদী ইউনিয়নের হাসন্দি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন ২৩ আগষ্ঠ (বুধবার) অনুষ্ঠিত হয়। একটি পদে সংরক্ষিত নারী মহিলা অভিবাবক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে রাবেয়া আক্তার ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী ফারজানা আক্তার ৫৯ ভোট পায়। ৩৪৪ জন ভোটারের মধ্যে ২২৯ জন ভোটার সকাল ৯ থেকে বিকাল ৪.০০ টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হয়। সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে ভোটাররা উৎসাহ উদ্দিপনা নিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
বিকেলে প্রিসাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তালেব জানান, সকলের আন্তরিক সহযোগীতায় সুষ্ঠ ও শান্তিপূর্ন নির্বাচন আয়োজন করা সম্ভব হয়েছে। নির্বাচনে রাবেয়া আক্তার ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফারজানা আক্তার ৫৯ ভোট পায়।
এলাকাবাসী জানান, দীর্ঘ দিন থেকে একটি প্রভাবশালী মহল বিদ্যালয়ের নির্বাচন বন্ধ রেখে এডহক কমিটি কার্যক্রম চালায়। অবশেষে স্থানীয়দের আন্দোলন ও আপত্তির মুখে বিদ্যালয় কর্তৃপক্ষ অবশেষে নির্বাচন করে।
উল্লেখ যে, এর আগে বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে দাতা সদস্য ইলিয়াছ কবির, অভিভাবক সদস্য আবদুল্লাহ আল মামুন, মো: ফারুক হোছাইন, মো: মামুন হোছাইন,রিপন আহমেদ,শিক্ষক প্রতিনিধি হিসেবে মাজহারুল কুদ্দুস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। এর পরে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।



ফেসবুক পেইজ