May 16, 2024, 8:58 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে দোকান বিক্রির লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল ভাই-বোনের লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

দেশে না বসে বিদেশী প্রভুদের কাছে ধর্ণা দিচ্ছে বিএনপি

প্রতিনিধি: সরকারের সাবেক মন্ত্রী পরিষদ সচিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী কবির বিন আনোয়ার বলেছেন, বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসবে কি আসবে না সেটা তাদের বিষয়। তারা দেশে না বসে বিদেশীদের কাছে ধর্ণা দিচ্ছে।
বিদেশী প্রভুদের কাছে নালিশ করছে এতে কিছু যায় আসেনা। বাংলাদেশ আওয়ামীলীগ গত ১৪ বছরে প্রমাণ করেছে তারা নির্বাচনী দল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে আবার সরকার গঠন করবে। নির্বাচনের মাধ্যমে আমরা জনমত যাচাই করতে প্রস্তত আছি। জনগণ কে সাথে নিয়ে আমরা নির্বাচন করবো।
তিনি আজ শনিবার (২৬ আগষ্ট) দুপুরে লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে স্মার্ট কর্ণার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।
কবির বিন আনোয়ার আরও বলেন, লক্ষ্মীপুরসহ মোট ৩৪ টি জেলায় দলীয় কার্যালয়ে স্মার্ট কর্ণার স্থাপন করা হয়েছে। এই কর্ণারের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকান্ড ও মুক্তিযুদ্ধ বিষয়কসহ বিভিন্ন ধরনের তথ্য প্রযুক্তি সেবা সুফল পাওয়া যাবে। এ ছাড়া উপজেলা ও থানা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সাথে তথ্য প্রযুুক্তির মাধ্যমে যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দূর্নীতি ও দ্রব্য মূল্য বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে। পন্যের মূল্য দিন দিন বাড়ছে আন্তজার্তিক কিছু ইস্যুর কারণে এই সমস্যা সরকারের পক্ষ বেশ প্রদক্ষেপ নেওয়া হয়েছে এবং হচ্ছে। তবে দূর্নীতির বিরুদ্ধে আরও যুদ্ধ করতে হবে বলে জানান তিনি। এসময় আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির সহকারী সমন্বয়কারী সুফি পারুক ইবনে আবু বক্কর, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়াসহ আওয়ামীলীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



ফেসবুক পেইজ