May 14, 2024, 11:09 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে দোকান বিক্রির লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল ভাই-বোনের লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে নতুন ৪ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৪৮

লক্ষ্মীপুরে নতুন করে আরো চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সাইন্স ইউনিভার্সিটিতে তাদের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া যায়। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৮ জনে। তবে আক্রান্তদের মধ্যে ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

মঙ্গলবার (৫ মে) সকালে লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. আবদুল গফফার এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন ডা. আবদুল গফফার জানান, গত ২৪ ঘন্টায় ৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৪ জনের করোনা পজেটিভ পাওয়া যায়। এর মধ্যে কমলনগরে একজন, রামগঞ্জের কাঞ্জনপুর এলাকায় বাবা-ছেলেসহ দুইজন ও রায়পুরের সোনাপুরে ১৩ বছরের এক শিশুর শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে।

জেলায় মোট আক্রান্ত ৪৮ জনের মধ্যে রামগঞ্জের ১৮ জন, সদরের ১৭ জন, কমলনগরের ছয়জন, রামগতির ছয়জন এবং প্রথমবারের মতো রায়পুরে একজন করোনা আক্রান্ত ধরা পড়ে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন। এর মধ্যে রামগঞ্জের একজন, রামগতির একজন ও কমলগরের তিনজন রয়েছেন।



ফেসবুক পেইজ