May 13, 2024, 3:27 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে দোকান বিক্রির লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল ভাই-বোনের লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে মেঘনায় উপহৃত ১১ যাত্রী উদ্ধার, অভিযুক্ত ৭জন পলাতক

লক্ষ্মীপুরের মজুচৌধুরীহাট মেঘনা নদী থেকে উপহৃত শিশু লামিয়া সহ ১১ জনকে উদ্ধার করেছে পুলিশ। ৮ মে শুক্রবার সকালে স্থানীয় সাহেবের চর এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী কাউকে আটক করতে পারিনি পুলিশ। তারা সবাই পলাতক রয়েছে।
এর আগে গতকাল ৭ মে বৃহস্পতিবার রাতে ভোলা যাওয়ার পথে তাদের অপহরণ করে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে অপহরণকারীরা। এসময় মুক্তিপণ দিতে দেরি হওয়ায় ট্রলারে সবাইকে মারধর করে তারা। পরে দাবিকৃত ২০ টাকার ১০ হাজার টাকা বিকাশে দেয়া হলেও আরো ১০ হাজার টাকা না দেয়ায় শিশু লামিয়াসহ দুই শিশুকে পানিতে পেলে দেয় তারা।

জানাগেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টার দিকে স্থানীয় মজু চৌধুরীর হাট ঘাট এলাকায় পৌঁছায় ভোলার যাত্রীরা। এসময় তাদের ট্রলারযোগে গন্তব্যে পৌঁছে দেয়ার কথা বলে অন্যত্র নিয়ে যায় ৭জন অপহরনকারী। পরে তাদের কাছে ২০ হাজার টাকা মুক্তিপণ হিসেবে দাবী করে তারা।
খবর পেয়ে টহলরত নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে। অপহরনকারীরা স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়ালের ভাতিজা আল আমিন (২৫), চর রমণী মোহন গ্রামের খোকন বেপারী (২৮) ও সাইজ উদ্দিন সহ ৭জনের একটি চক্র ছিল অভিযোগ করেন ভুক্তভোগীরা।

মজু চৌধুরী ঘাট নৌ-পুলিশের ইনচার্জ (এসআই) অচিন্ত কুমার দে জানান, টহলরত অবস্থা খবর পেয়ে শিশু সহ ১১ জনকে উদ্ধার করা হয়। তবে দুস্কৃতিদের আটক করতে পারিনি। ভিকটিমদের অভিযোগ গ্রহন করা হয়েছে। দুস্কৃতিরা ৭জন ছিল। তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



ফেসবুক পেইজ