May 14, 2024, 3:39 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে দোকান বিক্রির লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল ভাই-বোনের লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে করোনা সংক্রমণে মৃতদের দাফনে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন

লক্ষ্মীপুরে করোনাভাইরাসে আক্রান্ত লাশের দাফনকাজে আত্মীয় কিংবা এলাকাবাসী এগিয়ে না আসার বিষয়টি একাধিক সংবাদ মাধ্যমে দেখতে পেয়ে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী সদস্য মনিরুজ্জামান পাটোয়ারী নিজেই সবুজ বাংলাদেশ ও ইত্তিহাদুন নাস ফাউন্ডেশন নামের দুইটি সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করেন।
তিনি তাদের কে অনুরোধ করেন লক্ষ্মীপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ  মারা গেলে তাদের দাফনকাজ ও সৎকারে যেন এগিয়ে আসেন। তাছাড়া তিনি নিজেই সেচ্ছাসেবীদের প্রয়োজনীয় সকল সুরক্ষা সামগ্রী দিবেন। উক্ত প্রস্তাবে সম্মতি প্রকাশ করে তাঁরা দাফন কাজে যৌথভাবে কাজ করতে একমত পোষণ করেন।
তারপর যৌথভাবে দাফনকাজ ও সৎকারে সেচ্ছায় অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ ও জেলায় করোনাভাইরাসে আক্রান্ত মৃত লাশের বিষয়ে সময়মত তথ্য পাওয়ার অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন।
জেলা প্রশাসক এমন মানবিক কাজে অংশগ্রহণের অনুমতি প্রদান করার পাশাপাশি সেচ্ছাসেবী সংগঠন দুইটির নেতৃবৃন্দ এবং তরুণ আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান পাটোয়ারী কে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন তোমাদের এমন মহৎকর্মে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক ভাবে সহযোগীতা করার আশ্বাস দিয়ে থাকেন এবং জেলা সিভিল সার্জন ও ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তাদের এই বিষয়ে দ্রুততম সেচ্ছাসেবী সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ প্রদান করেন।
এদিকে নির্দেশ পেয়ে গত ৭/৫/২০ইং তারিখ দুপুর ১২:০০ ঘটিকায় সময় জেলা সিভিল সার্জন কার্যালয়ে সেচ্ছাসেবী সদস্যদের নিরাপত্তা সুরক্ষা ব্যবহার করা ও দূরত্ব বজায় রেখে, ধর্মীয় রীতিনীতি অনুযায়ী দাফনকাজ কিংবা সৎকার সম্পূর্ণ করার প্রশিক্ষণ প্রদান করেন, জেলা স্বাস্থ্য ও পঃপঃ কার্যালয়ের উপ-পরিচালক ডাঃ আশফাকুর রহমান মামুন,.. আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগ সদস্য – মুহাম্মদ মনিরুজ্জামান পাটোয়ারী। সেচ্ছাসেবী সংগঠনের কাছে প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী হস্তান্তর করেন, জেলার তরুণ এই আওয়ামীলীগ নেতা।



ফেসবুক পেইজ