May 14, 2024, 7:44 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে দোকান বিক্রির লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল ভাই-বোনের লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে আক্রান্ত বেড়ে ৫৯

corona virus

জেলায় নতুন করে আরও ৫ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। শনিবার (০৯ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গফফার।

এ নিয়ে জেলায় মোট ৫৯ জন করোনারোগী শানাক্ত হলো।

সিভিল সার্জন জানান, জেলায় মোট আক্রান্তদের মধ্যে সদরে ২৩ জন, রায়পুরে ২ জন, রামগঞ্জে ১৯ জন, কমলনগর ৭ জন ও রামগতিতে ৮ জন।

এদের মধ্য ৫ জন ‍সুস্থ হয়েছেন। শনাক্ত হওয়ার আগেই একজন মারা যায়। ফলে জেলায় বর্তমানে রোগী রয়েছেন ৫৩ জন। তারা বিভিন্ন হাসপাতালে ও কোয়ানরেন্টাইনে চিকিৎসাধীন আছেন।

জেলা থেকে এ পর্যন্ত মোট ১৩৯৩ জনের শরীরের নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। এর মধ্যে ১৩২৫টি রিপোট এসেছে এবং ৬৮টি রিপোট এখনো পেন্ডিং রয়েছে।

এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায়,  লক্ষ্মীপুর জেলার মি‌লে‌নিয়াম প্রাই‌ভেট হাসপাতা‌লে কর্মরত তিনজন সে‌বিকা ক‌রোনা প‌জে‌টিভ সনাক্ত হওয়ার প্রেক্ষি‌তে উক্ত হাসপাতালের সেবা কার্যক্রম আপাতত বন্ধ রে‌খে হাসপাতাল ও এর ল‌জি‌ষ্টিক্স ইকুইপ‌মেন্ট ডিসইন‌ফে‌ক্টেড করার কাজ চল‌ছে। প‌জে‌টিভ রোগীর সংস্প‌র্শে আসা অন‌্যান‌্য কর্মচারীর নমুনা সংগ্রহ করা হ‌চ্ছে এবং তা‌দের‌কে কোয়া‌রেন্টাই‌নে থাকার পরামর্শ দেওয়া হ‌য়ে‌ছে।

কোন অবস্থা‌তেই হাসপাতাল লকডাউন হওয়ার কোন বি‌ধি বিধান নেই।

স্বাস্থ‌্য অ‌ধিদপ্ত‌রের নি‌র্দেশনা মোতা‌বেক, কোন হাসপাতা‌লে প‌জে‌টিভ রোগী সনাক্ত হ‌লে সেই হাসপাতাল ডিসইনফে‌ক্টেড ক‌রে পূণ: চালু কর‌তে হ‌বে। তার ভি‌ত্তি‌তেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হ‌য়ে‌ছে।

এই বিষ‌য়ে বিভ্রা‌ন্তি না ছড়া‌তে সকল‌কে অনু‌রোধ জানান সিভিল সার্জন ।



ফেসবুক পেইজ