May 13, 2024, 6:27 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে দোকান বিক্রির লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল ভাই-বোনের লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে স্থানীয় পত্রিকার সম্পাদকসহ করোনা আক্রান্ত ৬১ জন

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর থেকে প্রকাশিত দৈনিক আমাদের লক্ষ্মীপুর পত্রিকার সম্পাদক এবং সদর আসনের এমপি একে এম শাহজাহান কামালের (এপিএস) বায়েজীদ ভূঁইয়া করোনা রিপোর্ট পজিটিভ। গত ২৪ ঘন্টায় নতুন করে ২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ দিকে পত্রিকা সম্পাদকের করোনা আক্রান্ত খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হয়ে যায়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চান।

সাবেক বেসরকারী বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং লক্ষ্মীপুর সদর আসনের এমপি একে এম শাহজাহান কামাল সকলের কাছে বায়েজীদ ভূঁইয়া সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সাইন্স ইউনিভার্সিটিতে তাদের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া যায়। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬১ জনে। সোমবার সকালে লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. আবদুল গফফার এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন ডা. আবদুল গফফার জানান, গত ২৪ ঘন্টায় ৭৫ জনের নমুনা পরীক্ষা পাঠানো হয়। তাদের মধ্যে নতুন করে দৈনিক আমাদের লক্ষ্মীপুর পত্রিকার সম্পাদক বায়েজীদ ভূঁইয়াসহ ২ জনের করোনা পজেটিভ পাওয়া যায়। এর আগে নিজেই অসুস্থ বোধ করায় গত ২ মে নিজেই রায়পুর উপজেলা হাসপাতালে গিয়ে নমুনা পরীক্ষা করান বায়েজীদ ভূঁইয়া।

জেলায় মোট আক্রান্ত ৬১ জনের মধ্যে রামগঞ্জের ১৯ জন, সদরের ২৩ জন, কমলনগরের ৭জন, রামগতির ৮জন এবং রায়পুরে-৪ জন।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন। এর মধ্যে রামগঞ্জের একজন, রামগতির একজন ও কমলগরের তিনজন রয়েছেন।

মো: রবিউল ইসলাম খান
লক্ষ্মীপুর।



ফেসবুক পেইজ