May 14, 2024, 7:00 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে দোকান বিক্রির লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল ভাই-বোনের লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খাদ্য সহায়তা বিতরন

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে অসহায়, দুস্থ, দিন মজুর, প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়। আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার প্রাঙ্গণে সামাজিক দৃরত্ব বজায় রেখে এ খাদ্য সহায়তা বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (এনডিসি) বনি আমিন, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একে এম দিদারুল আলম, পরিদর্শক আসলাম আলী মন্ডল প্রমুখ।
এ সময় ৯০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়। খাদ্য সহায়তার মধ্যে চাউল, গম, চিনি ও আলু বিতরন করা হয়।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একে এম দিদারুল আলম সাংবাদিকদের জানান বর্তমান ভাইরাস সংক্রমণে সাধারণ মানুষের জন্য কিছু করতে পেরে নিজেদের ধন্য মনে করি।
জেলা প্রশাসক মহোদয়ের সাথে সমন্বয় করে অসহায় মানুষদের খাদ্য সহায়তা বিতরন করা হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে এই প্রথম আমরা লক্ষ্মীপুরে শুরু করেছি খাদ্য সহায়তা বিতরন।

মো: রবিউল ইসলাম খান
লক্ষ্মীপুর



ফেসবুক পেইজ