May 15, 2024, 9:26 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে দোকান বিক্রির লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল ভাই-বোনের লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

করোনা আতঙ্কে বিদেশ ফেরত স্বামীকে রেখে চলে গেলেন স্ত্রী!

গত কয়েকদিনে ইউরোপ ও মধ্যপ্রাচ্য থেকে ফেনীর ছাগলনাইয়ায় ফিরেছেন ৪শ’ ৮৫ জন প্রবাসী। এদের মধ্যে মাত্র ২শ’ ৫০ জন প্রশাসনের নজরে হোম কোয়ারেন্টাইনে থাকলেও বাকিরা লাপাত্তা। এর মধ্যেই খবর পাওয়া গেলো করোনা আতঙ্কে প্রবাসী স্বামীকে রেখে বাবার বাড়ি চলে গেছে স্ত্রী!

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহম্মদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। ওই প্রবাসী ইউরোপের একটি দেশ থেকে এসেছিলেন। যদিও এর চেয়ে বেশি কোনো তথ্য তিনি জানাননি। জানা যায়, প্রবাসীরা বাড়িতে আসার পর দিন থেকে বিভিন্ন এলাকায় প্রকাশ্যে হাট-বাজারসহ লোকালয়ে ঘোরাঘুরি শুরু করেন। ফলে এলাকায় দেখা দিয়েছে উদ্বেগ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয়েছিল।

গত ৪৮ ঘণ্টায় পুলিশ, জনপ্রশাসন ও জনপ্রতিনিধিদের তৎপরতায় বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর পর্যন্ত ২শ’ ৫০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা সম্ভব হয়েছে। বাকিদের খোঁজ নেওয়া হচ্ছে। এর মধ্যে ইতালি, স্পেন, জার্মানি, কুয়েত, সৌদি আরব, কাতার, আবুধাবি ও ভারত থেকে আসা প্রবাসী বেশি।



ফেসবুক পেইজ