May 17, 2024, 9:15 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে দোকান বিক্রির লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল ভাই-বোনের লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে করোনায় ১৬ পুলিশসহ ২৯ স্বাস্থ্যকর্মী আক্রান্ত,মোট আক্রান্ত ২৭২

স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে গিয়ে লক্ষ্মীপুরের ৬০ জন সরকারি কর্মকর্তা কর্মচারি করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার (৭ জুন) জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

আক্রান্তদের মধ্যে জেলা প্রশাসনের ৩ জন, স্বাস্থ্য বিভাগের ২৯ জন, পুলিশ সদস্য ১৬ জন, উপজেলা প্রশাসনের ১ জন, ব্যাংক কর্মকর্তা ৬ জন, আনসার ৪ জন ও আরইবি ১ জনসহ মোট ৬০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গাফফার বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাসে এ পর্যন্ত ২৭২ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ১২২, রামগঞ্জ উপজেলায় ৫৫ জন, কমলনগর উপজেলায় ২৬ জন, রামগতি উপজেলায় ২২ জন, রায়পুর উপজেলায় ৪৭ জন। তবে আশার কথা হলো এখন পর্যন্ত ১৪২জন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। এর মধ্যে অনেকে নিজের কর্মস্থলেও যোগ দিয়েছেন। আতংকিত না হয়ে সবাই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দেন তিনি।



ফেসবুক পেইজ