May 15, 2024, 1:34 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে দোকান বিক্রির লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল ভাই-বোনের লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

রায়পুরে নবাগত ওসি’র সাথে সাংবাদিক ইউনিয়নের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর থানা নবাগত অফিসার ইনচার্জ আব্দুল জলিলের সাথে মতবিনিময় সভা করেছে রায়পুর সাংবাদিক ইউনিয়ন (RUJ) ।

মোঙ্গলবার রাত ৮ টার সময় রায়পুর থানা ভবনে সামাজিক দূরত্ব বজায় রেখে রায়পুর সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন জাতীয় দৈনিক প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মীগণ এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

সভায় রায়পুর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি দৈনিক নবচেতনা পত্রিকার রায়পুর উপজেলা প্রতিনিধি আবু মুসা মোহন, সহ-সভাপতি মোঃ আজম (দৈনিক আমাদের লক্ষ্মীপুর), সাঃ সম্পাদক ওয়াহিদুর রহমান মুরাদ (ডেইলী অবজার্বার), তুহিন চৌধুরী (দৈনিক মাতৃছায়া), শাহাদাত হোসেন শিমুল (দৈনিক শিক্ষাতথ্য) প্রমুখ। এসময় উপস্থিত সকল সাংবাদিক বৃন্দ নতুন অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানান।

নবনিযুক্ত অফিসার ইনচার্জ আব্দুল জলিল উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, পুলিশ এবং সাংবাদিক একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে এ উপজেলার আইনশৃঙ্খলা রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করি। ভুল ত্রুটি সকলের হতে পারে,কিন্ত সবকিছু একে অপরের সাথে সম্পর্ক বজায় রেখে তার সমাধান করার ও আশ্বাস প্রদান করেন তিনি।

সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রায়পুর সাংবাদিক ইউনিয়নের অর্থবিষয়ক সম্পাদক মোঃ জহির হোসেন (দৈনিক আলোকিত সকাল ), প্রচার সম্পাদক রনি, নুর উদ্দিন জাবেদ,আজহারুল ইসলাম রাকিব, শিমুল,সাথী আক্তারসহ অন্যান্যরা। উল্লেখ্য, গত রবিবার রায়পুর থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন আবদুল জলিল।

এরপূর্বে তিনি বান্দরবনে ওসি তদন্তের দায়িত্ব পালন করেন।



ফেসবুক পেইজ