May 20, 2024, 2:36 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে দোকান বিক্রির লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল ভাই-বোনের লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

নারী ও শিশু নির্যাতন বায়পুরের জন্য অভিশাপ হয়ে দাড়িয়েছে: ইউএনও সাবরীন চৌধুরী

একটি দেশের আর্ত সামাজিক উন্নয়নে নারীর অংশগ্রহন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। আর একটি দেশের উন্নয়নে নারীর ভূমিকা সবচেয়ে বেশী। নারী ও শিশু নির্যাতন বায়পুরের জন্য একটি অভিশাপ হয়ে দাড়িয়েছে। এর থেকে উত্তোরনের জন্য প্রয়োজন অভিবাবকদের সচেতনতা। আর এই কাজটি সবচেয়ে বেশি করতে পারে বেসরকারী উন্নয়ন সংস্থা।

বৃহস্পতিবার দুপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা জেন্ডার এন্ড এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সোসাইটি (জেমস) এর আয়োজনে ভিজিডি কর্মসূচির নিয়মিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী এসব কথা বলেন। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় ১০নং রায়পুর ইউপি কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এর আগে নারী ও শিশু নির্যাতন বিষয়ক উঠান বৈঠকের আয়োজন করা হয়।

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিউলী আক্তার, ১০ নং রায়পুর ইউপি চেয়ারম্যান শফিউল আজম সুমন।

এসময় উপস্থিত ছিলেন জেমস সংস্থার সমন্বয়কারী রাশেদুল আমিন সহ ইউপি সদস্য, গন্যমান্য ব্যাক্তিবর্গ ও ভিজিডি কার্ডধারী উপকারভোগী মহিলাগণ।



ফেসবুক পেইজ