May 8, 2024, 12:28 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

লক্ষ্মীপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে সংবাদ প্রকাশের জের ধরে এক সাংবাদিককে হুমকি প্রদান করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরী করেছে হুমকির শিকার সাংবাদিক বি এম সাগর।

বি এম সাগর আনন্দ টিভি জেলা প্রতিনিধি ও অনলাইন ৭১ কন্ঠ পত্রিকার সম্পাদক ।

হুমকিদাতারা লক্ষ্মীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের আজিজ মাঝি বাড়ির সাহাবুদ্দিন মিয়া ও তার ছেলে মাসুদ।

অভিযোগে উল্লেখ করেন, গত ৮ নভেম্বর সকালে একটি ধর্ষণের ঘটনা নিয়ে তার অনলাইন পত্রিকায় ও বিভিন্ন পত্রিকা প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালমন্দ করে হামলা-মামলা এবং প্রাণে হত্যার হুমকি দেয়। এর পর থেকে তিনি নিরাপত্তাহিনতায় ভুগছেন।

বিএম সাগর জানান, এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে আমি সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে একটি সংবাদ প্রকাশ করি। তাই আমাকে বিভিন্ন হুমকি দিয়েছে মাসুদ ও তার পরিবারের লোকজন। এতে আমি আইনের আশ্রয় নিয়েছি।

এ ব্যাপারে সদর থানার ওসি তদন্ত মোসলেহ উদ্দিন জানান, সাধারণ ডায়েরী করা হয়েছে এস,আই মোতাহেরকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়ছে

এদিকে সাংবাদিকে হুমকির ঘটনায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহম্মেদ, সাধারন সম্পাদক আবদুল মালেক সহ জেলায় কর্মরত অনান্য সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।



ফেসবুক পেইজ