May 4, 2024, 3:24 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

চট্রগ্রামের কর্ণফুলী উপজেলার গরিব দুস্থদের পাশে ‘‘ ইউএনও ‘‘ ও প্রশাসন

সারা বিশ্বে মহামারী করোনার ফলে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে।এই মহামারী করোনার প্রকোপ বাংলাদেশেও  শুরু হয়ে্ছে,যার ফলে এটি প্রতিরোধে সরকার সারাদেশে লকডাউন ঘোষনা করে দিয়েছিলেন।এর ফলে সাধারন মানুষ সংকটের মুখে পড়েছে।

এই সংকটময় মুহূর্তে অসহায় মানুষের সেবা প্রদানে সর্বদা নিয়োজিত লক্ষ্মীপুরের কৃতি সন্তান ইউএনও,কর্ণফুলী,চট্রগ্রাম মো: নোমান হোসেন প্রিন্স ও জনাব সাইফুজ্জামান চৌধুরী, মাননীয় মন্ত্রী, ভূমি মন্ত্রণালয় মহোদয়।আজ ৩০ মার্চ ২০২০ তারিখ সকাল হতেই  কর্ণফুলী উপজেলা পরিষদে, খেটেখাওয়া, দিনমজুর, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করছেন তিনি।এই সংকটময় মুহূর্তে দিনমজুর ও অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন তিনি।

এছাড়াও ঐ মুহূর্তে আরও উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যানবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ, গ্রামপুলিশ সহ সংশ্লিষ্ট সকলে।

 

এই অসহায় মানুষদের সেবা প্রদানে কর্ণফুলী উপজেলার ৫ টি ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক মোট ২২৫০ টি পরিবারের  কাছে প্রদান করা হয়েছে।খাদ্য সহায়তা সরাসরি খেটেখাওয়া, দিনমজুর, অসহায় ও নিম্ন আয়ের মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।

এসময় তারা জনগনের উদ্দেশ্যে বলেন “ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ রাখুন”।”মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” এই প্রতিপাদ্য কে সামনে রেখে আপনি ও আপনার সামর্থ্য অনুযায়ী গরীব, দুস্থ ও মেহনতি মানুষের পাশে দাঁড়ান।

ইনশাআল্লাহ্, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই দুর্যোগ/মহামারি কাটিয়ে উঠব।



ফেসবুক পেইজ