April 27, 2024, 4:00 am
ব্রেকিং :
ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য

জাটকা রক্ষা কার্যক্রম সুষ্ঠভাবে বাস্তবায়নের লক্ষ্যে লক্ষ্মীপুর জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি: ইলিশ সম্পদ উন্নয়নে জাটকা রক্ষা কার্যক্রম সুষ্ঠ ভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা টাস্কফোর্স কমিটির সভা ২৩ ফেব্রুয়ারী (মঙ্গলবার) লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: শাহিদুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মো: বিল্লাহ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার জামান, সহকারী মৎস্য কর্মকর্তা আবুল কাসেম প্রমুখ।
সভায় জানানো হয় আগামী মার্চ-এপ্রিল জাটকা সংরক্ষণ উপলক্ষে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে ইলিশ সহ সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ।
এসময় কেউ যেন আইন ভঙ্গ করে নদীতে মাছ ধরতে না পারে সেই লক্ষ্যে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, কোষ্ট গার্ড, নৌপুলিশ, জনপ্রতিনিধিদের সহযোগীতা কামনা করা হয়। এসময় জেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।



ফেসবুক পেইজ