May 3, 2024, 11:57 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

লক্ষ্মীপুরে এমপির পক্ষ থেকে প্রেস ক্লাবে পিপিই ও মাস্ক প্রদান

প্রতিনিধি, দৈনিক আমাদের লক্ষ্মীপুর:করোনা ভাইরাস(কোভিড-১৯) সারা বিশ্বে মহামারী আকার ধারন  করেছে।যার ফলে এই ভাইরাস প্রতিরোধে বিভিন্নভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে। তাই আমাদের দেশেও এটি প্রতিরোধে সরকার পক্ষ থেকে  বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

করোনা ভাইরাস একটি সংক্রামক ব্যাধি যা একজন থেকে তার সংস্পর্শে অন্যজনে ছড়িয়ে পড়ে।এর ফলে সুরক্ষামূলক ব্যবস্থা না নিলে অনেক বিপদের সম্মুখিন হতে হবে।এক্ষেত্রে ডাক্তার,পুলিশ ও সেচ্ছাসেবি দল যারা রয়েছেন তাদের জন্য যেমন সুরক্ষা প্রয়োজন তেমনি সুরক্ষা প্রয়োজন সাংবাদিকদের জন্য। তারা সবসময় বাহিরে থেকে বিভিন্ন বার্তা সংগ্রহ করে জনগণের মাঝে প্রেরণ করে,যার ফলে জনগন দেশ-বিদেশের খবর জানতে পারে।আর তারা বাহিরে থাকার ফলে তাদের সংক্রমিত হওয়ার ঝুঁকিও বেশি থাকে।

তাই তাদের কথা ভেবে লক্ষ্মীপুর সদর আসনের এমপি শাহজাহান কামাল তার এ পিএস বায়োজিদ ভুইয়ার মাধ্যমে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের জন্য ১১ টি পিপই ও মাস্ক দেন। এসময়  প্রেস ক্লাবের পক্ষে গ্রহন করেন সাধারণ সম্পাদাক আব্দুল মালেক ও যুগ্ন- সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন। আর এতে তাদের সুরক্ষা নিশ্চিত হয়।



ফেসবুক পেইজ