May 2, 2024, 6:18 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

লক্ষ্মীপুরে লকডাউন মানা হচ্ছেনা অবাধে চলাফেরা করছে মানুষ

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে করোনা ভাইরাস সংক্রমন নিয়ন্ত্রণে সরকার ঘোষিত লকডাউন ১ম দিনই মানছেনা লক্ষ্মীপুরের সাধারণ মানুষ। সোমবার (৫ এপ্রিল) সকাল থেকে বিধি নিষেধ উপেক্ষা করে জেলাব্যাপী গণ পরিবহন চলছে, দোকানপাটও রয়েছে খোলা। স্বাস্থবিধিও মানছেনা অনেকে।

জেলা শহর, দালাল বাজার, জকসিন, মান্দারী, মজু চৌধুরীর হাটে এমন চিত্র দেখা গেছে। জেলার প্রায় প্রতিটি এলাকায় একই পরিস্থিতি বিরাজমান।

লকডাউনকে ঘিরে এসব স্থানে স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের তৎপরতা চোখে পড়েনি। এতে করে উচ্চ সংক্রমন ঝুঁকিতে থাকা এ জেলায় করোনার প্রভাব বিস্তার আরো বাড়ার আশঙ্কা করছেন সচেতন মহল।

এ দিকে জেলা প্রশাসনের একটি সূত্র জানিয়েছে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন এর নির্দেশে ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা প্রস্ততি নিচ্ছেন।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৫৮ জনে। গত ২৪ ঘন্টায় ৬৮ জনের পরীক্ষায় ১৮ জনের পজেটিভ রিপোর্ট আসে। এ পর্যন্ত করোনায় ৪৩ জন মারা গেছে বলে জানায় স্বাস্থ্য বিভাগ।



ফেসবুক পেইজ