May 2, 2024, 6:18 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

লক্ষ্মীপুরে ফেরিতে আগুন পুঁড়ে গেল ৬টি পণ্যবাহী ট্রাক

লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ
লক্ষ্মীপুরের মেঘনা নদী‌তে কলমিলতা না‌মে এক‌টি ফে‌রি‌তে অগ্নিকান্ডে ৫টি পণ্যবাহী ট্রাক ও একটি পিকআপ ভ্যান পুঁ‌ড়ে গে‌ছে। বৃহস্পতিবার ভো‌রে লক্ষ্মীপুরের ম‌তিরহাট এলাকায় মেঘনা নদী‌তে এ ঘটনা ঘ‌টে। খবর পেয়ে ফায়ার সা‌র্ভিস ও নৌ পু‌লিশ এসে এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের কারো কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ক্ষতিগ্রস্থ ট্রাকের ড্রাইভার মোঃ হোসেন জানায়, বৃহস্পতিবার ভোররাতে ভোলার উদ্দেশ্যে লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাট থেকে পণ্যবাহী ট্রাক ও পিকআপ নিয়ে রওনা দেয় কলমিলতা না‌মে একটি ফে‌রি।

ভোরে ফেরিটি মতিরহাট ও ভোলার চর সীমানার মাঝামা‌ঝি মেঘনা নদী‌ দিয়ে যাওয়ার সময় ফে‌রি‌তে থাকা এক‌টি কক‌সি‌টের পিকআপ ভ্যান থে‌কে আগু‌নের সূত্রপাত হয়েছে বলে জানায় সংশ্লিষ্টরা। এতে মুহুর্তের ম‌ধ্যে আগুন‌ ছ‌ড়ি‌য়ে প‌ড়ে। এ সময় ওই ফেরির স্টাফ, পণ্যবাহী ট্রাক ও পিকআপের ড্রাইভার-হেলপাররা ফেরির সামনের দিকে নিরাপদে অবস্থান নেয়।

বিআইডব্লিউটিসি’র ভোলার ম্যানেজার পারভেজ হোসেন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে অপর একটি ফেরিতে করে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এখন ফেরিটি লক্ষ্মীপুরের মেঘনা নদীর মতিরহাট এলাকার গুনগুনিয়া চরে নোঙ্গর করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছুই জানাতে পারেননি তিনি।

ভোলার ই‌লিশা নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন পাল জানান, লক্ষ্মীপুরের মজু‌চৌধুরী ঘাট থে‌কে মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান নি‌য়ে ভোলার ই‌লিশা ঘাট যাচ্ছিলে ফে‌রি‌টি। লক্ষ্মীপুরের মতিরহাট ও ভোলার চর সীমানার মাঝামা‌ঝি মেঘনা নদী‌তে আস‌লে ফেরিটির পিছনে একটি ট্রাকে আগুন লেগে যায়।



ফেসবুক পেইজ