April 27, 2024, 12:32 am
ব্রেকিং :
ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য

বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা, বাবুর্চি গ্রেফতার

রংপুরের কাউনিয়ার হারাগাছে বুদ্ধিপ্রতিবন্ধী এক নারীকে (২৮) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর আব্দুল লতিফ ভুট্টু (৫০) নামের এক বাবুর্চিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ এপ্রিল) সন্ধ্যার পর হারাগাছ পৌরসভার একটি গ্রাম থেকে ওই বাবুর্চিকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বুদ্ধিপ্রতিবন্ধী ওই নারী বাবার বাড়িতে বসবাস করেন। শুক্রবার (১৬ এপ্রিল) রাতে ঝড়ের সময় নিজ ঘরে শুয়ে ছিলেন ভুক্তভোগী। আর এ সুযোগে আব্দুল লতিফ ভুট্টু ঘরে প্রবেশ করে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে তিনি পালিয়ে যান।

এ ঘটনায় শনিবার রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই নারী। এরপর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল লতিফ ভুট্টুকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ভুট্টুকে মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার (১৮ এপ্রিল) দুপুরে রংপুর আদালতে পাঠানো হবে।



ফেসবুক পেইজ