April 27, 2024, 12:50 am
ব্রেকিং :
ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য

লক্ষ্মীপুর রায়পুরে আহত কিশোরির মামলায় পিতাসহ দুই সৎ ভাই কারাগারে

প্রতিনিধি :নিজের অধিকার চাইতে গিয়ে লক্ষ্মীপুরের রায়পুরে পিতা কর্তৃক মেয়ে আহত হওয়ার ঘটনায় তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার বিকেলে (৬ জুন) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এর আগে শনিবার রাতে (৫ জুন) রায়পুর থানা পুলিশ পাষণ্ড পিতা মাওলানা দেলোয়ার হোসেন ও তার দুই পুত্র মো. হাসিব (২৪) ও মো. হামিদ (২২) কে গ্রেপ্তার করেছেন। আটককৃতরা রায়পুরের কেরোয়া ইউনিয়নের এনায়েতপুর গ্রামের বাসিন্দা।
রোববার সন্ধায়-রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্র জানায়, অভিযুক্ত মাওলানা দেলোয়ার হোসেনে গত বুধবার (২ জুন) দুপুরে তার প্রথম সংসারের মেয়ে উম্মে আসমাকে রড দিয়ে আঘাত করেন। এতে তার বাম হাত ভেঙে যায়। এ সময় সৎ ভাই হাসিব, হামিদ ও সৎ বোন তাসকেরা আক্তারও আসমাকে অমানবিক শারিরিক নির্যাতন করেন।
এতে মারাত্নক আহত হয় ও তার হাত ভেঙ্গে যায়-। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। পিতার কাছে নিজের অধিকার চাইতে গিয়ে এ হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ কর উম্মে আসমা।
এ ঘটনায় বৃহস্পতিবার (৩ জুন) আসমা তার পিতা দেলোয়ার হোসেনসহ চার জনের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা করেন। পরে এ মামলায় পুলিশ পিতা দোলেয়ার হোসেন ও তার দুই পুত্রকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠান।

 



ফেসবুক পেইজ