April 29, 2024, 6:27 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

লক্ষ্মীপুরে শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, লক্ষ্মীপুরের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর সহযোগিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, ২০২১-বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, ২০২১-বালিকা (অনুর্ধ্ব-১৭) এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপন্থিত ছিলেন মোঃ আনোয়ার হোছাইন আকন্দ, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর।
মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া, উপপরিচালক, স্থানীয় সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), লক্ষ্মীপুর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এ এইচ এম কামরুজ্জামান, পুলিশ সুপার, লক্ষ্মীপুর, সাজিয়া পারভীন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর, মোহাম্মদ মাসুম, উপজেলা নির্বাহী অফিসার, লক্ষ্মীপুর মো: জসীম উদ্দিন, অফিসার ইনচার্জ, লক্ষ্মীপুর সদর মডেল থানা প্রমুখ। ফাইনাল খেলা অংশগ্রহণকারী লক্ষ্মীপুর সদর উপজেলা (বালক) দল ৩-০ গোলে লক্ষ্মীপুর পৌরসভা (বালক) দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় এবং লক্ষ্মীপুর পৌরসভা (বালিকা) দল ২-০ গোলে লক্ষ্মীপুর সদর উপজেলা (বালিকা) দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
এ সময় জেলা প্রশাসক বালক পর্বের চ্যাম্পিয়ন দলকে নগদ ৩৫,০০০/- টাকা রানার-আপ দলকে ১৫,০০০/- টাকা, বালিকা পর্বের চ্যাম্পিয়ন দলকে নগদ ১৫,০০০/- টাকা রানার-আপ দলকে ১০,০০০/- টাকা, ম্যান অব দা ফাইনাল খেলোয়াড়কে ৩,০০০/- টাকা করে ও ম্যান অব দা টুর্নামেন্ট খেলোয়াড়কে নগদ ২,০০০/- টাকা করে প্রদান করা হয়।



ফেসবুক পেইজ