May 8, 2024, 5:08 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

লক্ষ্মীপুরে প্রাতিষ্ঠানিক উম্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তি

লক্ষ্মীপুর প্রতিনিধি: ২০২১—২০২২ অর্থ বছরের রাজস্ব খাতের অর্থায়নে অভ্যন্তরীন জলাভূমি/বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমিতে পোনা মাছ অবমুক্তিকরণ সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলা পরিষদ পুকুর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান একে এম সালাহ উদ্দিন টিপু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবাহীর্ কর্মকর্তা মোহাম্মদ মাসুম, সহকারী কমিশনার (ভূমি) মো: মামুনুর রশিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার জামান, সহকারী মৎস্য কর্মকর্তা মো: আবুল কাসেম প্রমুখ। এসময় উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ।

এ ব্যাপারে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার জামান জানান, এই কার্যক্রমে অংশ হিসেবে সদর উপজেলার ৪৪ টি প্রাতিষ্ঠানিক জলাশয়, উম্মুক্ত জলাশয়, আশ্রয়ণ কেন্দ্রসহ বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের মাঝে ৫৮১ কেজী মাছের পোনা অবমুক্তি করা হবে।



ফেসবুক পেইজ