September 23, 2023, 12:11 pm
ব্রেকিং :
তানজিমের পরিবর্তে হাসান মাহমুদ রামগতিতে নেতাকে ধর্ষণ মামলায় ফাঁসাতে গিয়ে ফেঁসে গেল এক তরুণী লক্ষ্মীপুরে আজকের দর্পন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রামগঞ্জে ইন্সুরেন্সের টাকা জমা দিতে এসে প্রাণ গেল মরিয়মের লক্ষ্মীপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাংবাদিকের মায়ের মৃত্যু লক্ষ্মীপুরে স্কুল ছাত্রী অপহরণ মামলায় মূলহোতাসহ ৪ আসামী কারাগারে দুই বছরেও শেষ হয়নি লক্ষ্মীপুরের রায়পুর ডাকঘর ভবণের নির্মাণ কাজ সরকারী সহায়তা চেয়েও পাইনি তবুও হাঁস পালনে সফল লক্ষ্মীপুরের জাহাঙ্গীর দেশকে এগিয়ে নিতে লক্ষ্মীপুরে কৃতি শিক্ষার্থীদের শপথ লক্ষ্মীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেলো রিকশাচালকের

নগ্ন ভিডিও সংগ্রহ করে চাঁদা দাবি, যুবক গ্রেফতার

বগুড়ায় স্বামী পরিত্যক্ত এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে নগ্ন ভিডিও সংগ্রহ করে চাঁদা দাবির অভিযোগে মনির হোসেন (২৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) মধ্যরাতে ঢাকার সাভারের হেমায়েতপুর বড়ারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মনির নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, ভুক্তভোগী নারী ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। একই কারখানায় সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করতেন মনির। একপর্যায়ে ওই নারীকে তার ভালো লেগে যায়। পরে মনির কৌশলে ওই নারীর মোবাইল নম্বর সংগ্রহ করে মিথ্যা পরিচয়ে কথা বলতে থাকেন। একপর্যায়ে মনিরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই নারীর।

তিনি আরও বলেন, প্রথমদিকে মনির ওই নারীর কাছে কিছু অশ্লীল ছবি ও ভিডিও চাইলে তা দিতে অসম্মতি জানান। কৌশল হিসেবে ওই নারীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন মনির। পরে আবারও ওই নারীর সঙ্গে যোগাযোগ শুরু করে বিয়ের প্রলোভন দিয়ে তার নগ্ন ভিডিও নেন। সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই নারীর কাছে ২০ হাজার টাকা দাবি করেন মনির। ওই নারী তাকে আট হাজার টাকা পাঠিয়ে পরে পুলিশে অভিযোগ করেন। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়েছে।



ফেসবুক পেইজ